অশোক গাছের গুনাগুন
Spread the love
অশোক গাছের গুনাগুন
আয়ুর্বেদিক চিকিৎসায় অশোক গাছের উপকারিতা বিস্ময়কর। আমরা অনেকেই জানিনা এ গাছ কি কি উপকারে আসে আমাদের। অনেকে এ গাছ লাগিয়ে থাকে মূলত ফুলের সৌন্দর্যের কারনে কেননা অশোক গাছের ফুল দেখতে অসাধরন সুন্দর ও মনোমুগ্ধকর। অশোক গাছের ফুল মূলত হেমন্ত, শীত ও বসন্ত কালে ফুটতে দেখা যায়। তবে এর ফুল ফোটার প্রধান মৌসুম হল বসন্তকাল। অশোক গাছের অনেক উপকারীতা রয়েছে যা আমাদের ধারনার বাহিরে রয়েছে । সাধারনত অশোক গাছের ছাল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এর স্বাদ তিতে ও ঝাঝলো হয়ে থাকে।
হিন্দু ধর্মে উপকারী এবং পবিত্র বলে বিবেচিত হয় এই অশোক গাছটিকে, হিন্দু ধর্মে এ গাছের পাতাগুলো মঙ্গলিক ও ধর্মীয় কাজে ব্যবহার করা হয়ে থাকে । ঘরে অশোক গাছ লাগালে শুভ সময় বহে আনে এবং একজন ব্যক্তির সমস্ত শোষণ হতে মুক্তি মিলে।

অশোক গাছের গুনাগুন:-
- অ্যালার্জি সমস্যা দূর করে।
- অশোক গাছ এর ছাল ঋতুস্রাবের বাধা থেকে মুক্তি দেয়।
- অনিয়মিত পিরিয়ড বা বন্ধ্যাত্ব, অশোক গাছ এর ছাল মহিলাদের প্রতিটি সমস্যা সমাধান করে।
- প্রতিদিন অশোকের ছাল দিয়ে তৈরি পানিয় পান করলেও গর্ভধারন ক্ষমতা বৃদ্ধি পায়।
- হৃদরোগের ঝুকি কমায়।

- আমাময়জনিত বা ডায়রিয়া চলাকালিন রক্তপাত দেখাদিলে অশোক ফুলের নির্যাস অল্প পরিমান পানিতে মিশেয়ে খেলে ভালো উপকার পাওয়া যায়।
- শ্বাসকষ্ট হলে অশোকের বীজ পানের সঙ্গে চিবিয়ে খেলে শ্বাসকষ্ট সমস্যা থেকে উপকার পাওয়া যায়।
- শরীর থেকে ক্ষতিকর টকসিন বের করে দিতে সহায়তা করে।
- পাইলস হলে এই অশোকের ছাল খেলে পাইলস থেকে রক্তপাত কমাতে সাহায্য করে।
- কৃমিনাশক সমস্যা সমাধান ও শরীরের কক্ত পরিস্কার করে থাকে।
- ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।

অশোক গাছের গুনাগুন